খুব তাড়াতাড়ি একসঙ্গে বড় পর্দায় আসতে যাচ্ছেন শাহরুখ খান ও সালমান খান। রাজি বলিউডের ‘করণ-অর্জুন’। চিত্রনাট্যের খসড়াও তৈরি রেখেছে যশ রাজ ফিল্মস। এবার অপেক্ষা শুধু যথাযথ শিডিউলের। বক্স অফিসে সুনামি নিয়ে আসতে চলেছে ‘টাইগার’ এবং ‘পাঠান’।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শাহরুখ ও সালমানকে ইতোমধ্যেই চিত্রনাট্য পড়ে শুনিয়েছেন আদিত্য চোপড়া এবং দুই তারকার সম্মতিও মিলে গেছে।
আদিত্য চোপড়া দুটি পৃথক মিটিংয়ে শাহরুখ ও সালমানকে স্ক্রিপ্টটি আলাদা-আলাদাভাবে পড়ে শোনান এবং এটিতে দুজনেই তৎক্ষণাৎ সম্মতি দিয়ে দিয়েছেন।
সূত্র জানিয়েছে, দুই সুপার স্পাই ‘টাইগার’ আর ‘পাঠান’ মুখোমুখি হবে টাইগার ভার্সেস পাঠানে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমায় কাজ করতে মুখিয়ে রয়েছেন দুই তারকাই।
জানা যাচ্ছে, নভেম্বর মাসে দিওয়ালির পরেই এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে। মাস পাঁচেকের লম্বা প্রস্তুতির পরেই মার্চ ২০২৪ সালে শুটিং ফ্লোরে যাবে এই সিনেমা। বিদেশের নানা ধরনের অদেখা, চোখ ধাঁধানো লোকেশন বাছাইয়ের কাজেও নজর রাখা হচ্ছে।
২০১২ সালে আসে সালমান-ক্যাটরিনা ‘এক থা টাইগার’। যা সুপার হিট। এরপর ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’-ও বড় সাফল্য পায় বক্স অফিসে। এবার চলতি বছরের নভেম্বরে আসছে ‘টাইগার থ্রি’। মাঝে স্পাই ইউনিভার্সে জোড়ে ‘ওয়ার’। যা মুক্তি পায় ২০১৯ সালে। এতে গুপ্তচর হিসেবে এন্ট্রি নেন হৃতিক রোশন।
আর ২০২৩ সালে যশরাজের স্পাই ইউনিভার্সে জুড়ে যায় ‘পাঠান’ শাহরুখ খানের নাম। যাই হোক, এবার পালা পাঠান আর টাইগারের মুখোমুখি টক্করের।
স্বাআলো/এসএস
.
