ঢাকা মহানগর পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

পৃথক দুটি আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ বিভাগ) ডিসি এ বি এম মাসুদ হোসেনকে ডিবি মিরপুর বিভাগের ডিসি হিসেবে এবং ডিবি মিরপুর বিভাগের ডিসি মানস কুমার পোদ্দারকে ডিএমপির প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অপরদিকে, পৃথক আরেক আদেশে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাসহ মোট ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

স্বাআলো/এসএ