চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানের ১ম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন।

বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব উদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। আলোচনা শেষে কেক কাটেন অতিথিরা।

দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।

স্বাআলো/এসএ

.

Author
মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা
জেলা প্রতিনিধি