‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় সদর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকারের ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক আশাদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলামসহ অন্যরা।
আলোচনা সভা শেষে সমাজ সেবা অধিদফতরের পক্ষ থেকে ১৪ জন ভিক্ষুককে পূর্ণবাসন করার লক্ষ্যে ১৪টি ভ্যান প্রদান করা হয় এবং ২০ জন দুস্থ মানুষের মাঝে ৩ লাখ টাকা বিতরণ করা হয়। মেলায় ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার জনপ্রতিনিধিগণ ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
স্বাআলো/এসএ
.
