মাগুরা সিভিল সার্জন কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডা. বিকাশ কুমার শিকদার, আবাসিক মেডিকেল অফিসার, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, মোহাম্মদ মামুনুল হাসান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও সহ-সভাপতি এবং ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশান এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় বিক্রয় রসিদ ছাড়া কোনো প্রকার আইভি স্যালাইন বিক্রয় না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। MRP এর অতিরিক্ত কেউ আইভি স্যালাইন বিক্রয় করলে তাদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জরিমানাসহ ফার্মেসি বন্ধ করা হবে বলেও উল্লেখ করেন। মতবিনিময় সভা শেষে সিভিল সার্জন ডা. শামীম কবির ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
স্বাআলো/এসএ
.
