যশোর শিক্ষাবোর্ডে সোমবার এইচএসসি পরীক্ষা দেননি ৪২৯ পরীক্ষার্থী

ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সোমবার (১৮ সেপ্টেম্বর) যশোর শিক্ষাবোর্ডে ৪২৯ জনসহ সারাদেশে ৩ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সকালে এইচএসসির মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, চারু কারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র এবং বিকেলে পরিসংখ্যান দ্বিতীয় পত্র এবং ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া এদিন মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। সোমবার পরীক্ষা ছিলো ৩ লাখ ৩১ হাজার ১৯০ জনের। এদের মধ্যে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৭২৫ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৬৫ জন।

সকালে ও বিকেলের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে যশোর বোর্ডের ৪২৯ জন, ঢাকা বোর্ডের ৭১৮ জন, রাজশাহী বোর্ডের ৭৫৯ জন, কুমিল্লা বোর্ডের ৩৩৯ জন, চট্টগ্রাম বোর্ডের ৪৬ জন, সিলেট বোর্ডের ১৩৫ জন, বরিশাল বোর্ডের ৩৬৯ জন, দিনাজপুর বোর্ডের ৪৬৮ জন ও ময়মনসিংহ বোর্ডের ২০২ জন ছিলেন।

স্বাআলো/এসএ