কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন তাওহিদ হৃদয়

আগামী বছরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আসন্ন বিপিএলকে সামনে রেখে দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই ধারাবাহিকতায় জাতীয় দলের তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়কে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সোমবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ভিক্টোরিয়ান্স।

দেশের ক্রিকেটের বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগামী আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। তবে নির্ধারিত সে সময়ের জন্য অপেক্ষা করছে না ফ্র্যাঞ্চাইজি দলগুলো। আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত না হলেও তারা তোড়জোড় শুরু করে দিয়েছে দল ঘোচানো নিয়ে।

স্বাআলো/এসএস

.

Author
স্পোর্টস ডেস্ক