সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করে আনা হরিণের মাংসসহ দুইজন চোরা শিকারীকে আটক করেছে বাগেরহাটের রামপাল থানা পুলিশ। রবিবার ভোর রাতে রামপাল উপজেলার বাশতলী গিলেতলা বাজার ব্যাংকের মোড় নামক এলাকা থেকে পুলিশ দুই শিকারীকে হাতেনাতে আটক করে।
গ্রেফতাকৃতরা হলো- জেলার মোংলা উপজেলার সোনাইলতলা এলাকার হাসান সরদারের ছেলে শওকত সরদার (৩৭) ও রামপাল ব্রী-চাকশ্রী গ্রামের আশরাফ আলী শেখের ছেলে শেখ হেকমত আলী (৩৯)।
এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, থানা পুলিশের নিয়মিত একটি টহলদল ভোর রাতে গিলেতলা বাজার এলাকা থেকে একটি মটরসাইকেলে হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করে। প্রায় সাত কেজি হরিণের মাংস উদ্ধার ও চোরা শিকারীদের ব্যবহ্নত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় থানার এসআই নিকুঞ্জ রায় বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের বেলা ১১টার দিকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এস
.
