চৌগাছায় সড়কে ঝরলো সাবেক ইউপি সদস্যের ছেলের প্রাণ

ফাইল ছবি

যশোরের চৌগাছায় মোটরসাইকেলের সাথে ট্রাক্টরের দুর্ঘটনায় সেলিম হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আখের উদ্দীন ওরফে আঁখার ছেলে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার স্বর্পরাজপুরবাজার মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সেলিম হোসেন একটি মোটরসাইকেলে করে নিজের বাড়ি আড়পাড়া থেকে স্বর্পরাজপুর বাজারে যাওয়ার পথে বাজারের একটু আগের তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বাআলো/এসএ

.

Author
আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
উপজেলা প্রতিনিধি