সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মীর গোলাম মোস্তফা মীর গোলাম মোস্তফা নামে এক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা গ্রামের একটি পানের বরজ থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
নিহত মীর গোলাম মোস্তফা (৪৫) সদর উপজেলার আগরদাড়ি গ্রামের মীর মোসলেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ইন্দিরা গ্রামের নিমাই দাস তার পানের বরজে চুরি রোধে জমির চারপাশ দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। ধারণা করা হচ্ছে রাতে পানের বরজে ঢোকার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তফা মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, গ্রামবাসীরা দুপুরের দিকে ইন্দিরা গ্রামের নিমাই দাসের পানের বরজের কাছে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড়টার দিক মরদেহ উদ্ধার করেন। পানের বরজে ঢোকার চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তফার মৃত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্বাআলো/এস
.
