আলু-পেঁয়াজ-ডিম: ৪ দিনেও সরকারের নির্ধারিত দাম বাজারে বাস্তবায়ন হয়নি, হতাশ ক্রেতারা

নিত্যপণ্যের দামে লাগাম টানতে অতি প্রয়োজনীয় কিছু পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দেয়ার পর থেকে বাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে তর্কবিতর্ক লেগেই আছে।

কিন্তু চার দিনের মাথায়ও নির্ধারণ করে দেয়া দামে পণ্য কিনতে পারছে না ক্রেতারা।

বাজারে স্বস্তি ফেরাতে সারাদেশে দফায় দফায় অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সারাদেশে সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি কার্যকর করতে দেশের বিভিন্ন স্থানে ৮২টি প্রতিষ্ঠানকে তিন লাখ ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে অধিদফতরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, রবিবার সারাদেশে ভোক্তা অধিদফতরের ৩৭টি টিম ৫২টি বাজারে অভিযান পরিচালনা করেছে।

স্বাআলো/এস