পটুয়াখালী জেলাধীন দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে বাহেরচর গ্রামের প্রায় অর্ধশত পরিবার আশ্রয়হীনভাবে বসবাস করে যাচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, বিগত কয়েক বছর যাবৎ পায়রা নদী ভাঙ্গনে আশ্রয়হীন অবস্থায় জীবনযাপন করছি। পায়রা নদীর ভাঙন দিন দিন বেড়ে যাওয়ায় আমাদের ঘরবাড়িসহ পুকুর ও রাস্তাঘাট বিলীন হয়ে গেছে। এ পর্যন্ত চার চার বার আমাদের ঘরবাড়ি রাস্তাঘাট মসজিদ মন্দির হারিয়েছি। এমনকি গভীর নলকূপ নদীগর্ভে বিলীন হওয়ার কারণে সুপীয় পানি পর্যন্ত পান করতে পারছি না। বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে অসহায়ভাবে জীবনযাপন করছি।
প্রাথমিক ভাঙ্গনে নিজস্ব অর্থায়নে গৃহ নির্মাণ করেছিলাম। পরবর্তীতে আবারো ভাঙ্গনে রাস্তার পাশে বসবাস করে যাচ্ছি যা স্ত্রী সন্তান নিয়ে সম্পূর্ণই মানবেতর জীবনযাপন। সন্তানের মৌলিক চাহিদা পূরণে অক্ষম হওয়ায় শিক্ষা অর্জনও ব্যাহত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে এক কোটি টাকা ব্যয়ে ২২ হাজার জিও ব্যাগ নদী ভাঙন রোধে নদীর তীরে স্থাপন করা হয়েছিলো তাও কাজে আসেনি।
এলাকার ওয়ার্ড ইউপি সদস্য বলেন, বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে যা টেন্ডার হয়েও অর্থ না থাকায় কাজ করতে বিলম্ব হচ্ছে।
ভুক্তভোগীরা আরো জানান, আমাদের গ্রামে খাস জমি রয়েছে তাহাতে আমাদেরকে সরকারি সহায়তায় বসবাস উপযোগী করে দিলে আমরা আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণে হবে। তাই সরকারের ও সংশ্লিষ্ট দফতরের কাছে বাহেরচর বাসী আসু হস্তক্ষেপ কামনা করছি।
স্বাআলো/এস
.
