দেশের ৩৫ জেলায় রবিবারের মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বৃষ্টি বাড়তে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
পাশাপাশি দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও অনুমান করা হচ্ছে। এতে একাধিক অঞ্চল থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে।
আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।
এছাড়া ময়মনসিংহ ও খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই-একটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
স্বাআলো/এস
.
Author
