বাগেরহাটে সোনার দোকানে চুরি, আটক ২

বাগেরহাট জেলা সদরের পৌরসভা শহরের সাধনার মোড় রেল রোড এলাকায় দেয়াল কেটে সোনার দোকান থেকে চুরি হওয়ায় ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের মৃত হারেজ খানের ছেলে নান্না মিয়া (৫২) এবং একই গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে আব্দুল মালেক হাওলাদার (৪০)। চুরি যাওয়া ৬৫ থেকে ৭০ ভরি সোনার মধ্যে গ্রেফতার দুইজনের নিকট থেকে তিন ভরি ছয় আনা সোনা উদ্ধার করা হয়েছে।

এ দুইজনকে সোনা চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর সাথে জড়িত অন্য সদস্য ও অবশিষ্ট সোনা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার বিকেলে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে এ ঘটনায় এক প্রেসব্রিফিং করা হয়েছে।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোর রাতে খুলনার রুপসা থানার রহিমনগর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে আরো কয়েকজন জড়িত আছে। তাদের গ্রেফতার ও অবশিষ্ট সোনা উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার নান্না মিয়ার বিরুদ্ধে এর আগে দুটি এবং আব্দুল মালেক হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আটটি মামলা রয়েছে।

আটককৃতদের কাছ থেকে তিন ভরি ছয় আনা সোনা, চুরির কাজে ব্যবহৃত লোহার রড, স্ক্রু ড্রাইভার, সেলাই রেঞ্জ, লোহা কাটা করাত, হ্যান্ড গ্লাভস, দুইটি কাটিং প্লাস উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট গভীর রাতে বাগেরহাট শহরের রেলরোডস্থ প্রবির কুমার সরকারের প্রনব জুয়েলার্সের দেয়াল কেটে সোনা চুরি হয়। পরে ২৬ আগস্ট প্রণব জুয়েলার্সের মালিক প্রবির কুমার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় আনুমানিক ৬৫ লাখ টাকা মূল্যের ৬০ থেকে ৭০ ভরি সোনা, তিন লাখ টাকা মূল্যের নাকফুল, আংটি ও লকেট চুরি যাওয়ার কথা উল্লেখ করেন।

স্বাআলো/এস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি