বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুরের সালথায় পেঁয়াজের দাম বেশি নেয়া ও মূল্য তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বালিয়াগট্টি বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখে।

এ সময় দাম বেশি নেয়া, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স আব্দুর রব বাণিজ্যালয়কে চার হাজার টাকা ও মেসার্স মালেক ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক রইচউদ্দিন প্রমুখ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, কিছু প্রতিষ্ঠানে পাকা ক্রয়-বিক্রয় রশিদ পাওয়া গেলেও কয়েকটি দোকানে মূল্য তালিকা হালনাগাদ পাওয়া যায়নি। দাম বেশি নেয়া, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

স্বাআলো/এসএস

.