এশিয়া কাপের সেরা একাদশে সাকিব

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দল প্রত্যাশিত সাফল্য না পেলেও অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন দুর্দান্ত। আর সেই পারফর্ম্যান্সের ভিত্তিতেই ইএসপিএন ক্রিকইনফোর এশিয়া কাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

সেই একাদশে বাংলাদেশ থেকে জায়গা পাওয়া একমাত্র ক্রিকেটার টাইগার অধিনায়ক। এই আসরে ব্যাট হাতে সাকিব মোট ১৭৩ রান করেছেন, এছাড়া বল হাতে শিকার করেছেন ৩ উইকেট।

ক্রিকইনফোর সেরা একাদশ: শুবমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), কুশল মেন্ডিস, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, দুনিথ ভেল্লালেগে, শাহিন আফ্রিদি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

স্বাআলো/এসএস

.

Author
স্পোর্টস ডেস্ক