শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, জানালো এনটিআরসিএ

আগামী ডিসেম্বরের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা চলাকালে ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পেলে তা সম্ভব বলে মনে করছেন এনটিআরসিএ’র কর্মকর্তারা।

এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্য (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালে ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

সূত্র জানায়, নিয়ম অনুযায়ী-প্রতি বছর একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে। তবে গত চার বছরে এ ধারাবাহিকতা রক্ষা করা হয়নি।

স্বাআলো/এসএস