চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পুল রাখার দায়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দামুড়হুদা উপজেলার কার্পাসডাংগা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
এসময় কার্পাসডাংগা বাজারে মেসার্স ঔষধ বিতান ফার্মেসি নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ পাওয়া যায়। এছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয় এবং একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ মিশিয়ে বিক্রয়ের প্রমান পাওয়া যায়। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক এমদাদুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কার্পাসডাংগা বাজারের আলু, পেয়াজ, ডিম সবজিসহ পাইকারি আড়ত ও খুচরা বাজার তদারকি করা হয়। ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন ও সরকারের নির্ধারিত দাম বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন এস আই ইমরানের নেতৃত্বে কার্পাসডাংগা পুলিশ ফাড়ির একটি টিম।
স্বাআলো/এসএস
.
