চুয়াডাঙ্গায় রেলবাজার, দৌলাতদিয়াড় ও ভিমরুল্লায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন চুয়াডাঙ্গা সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে এ অভিযান চলে। উপ-সচিব ও এসিস্টেন্ট আইন কর্মকতা, খুলনা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী অনিন দীতা রায় ও উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী এ সময় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী কাজী আজিুজুর রহমান, হাদী উজ্জামান, কাজল মিয়া, মেহেদী হাসান। সহযোগিতায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যবৃন্দও পুলিশর একটি টিম।
উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী বলেন, এ অভিযানে ২৫টি দোকান ও স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। তিনি জানান, এটা আমাদের চলমান প্রক্রিয়া। প্রতি মাসেই এভাবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলবে । আজ দিনব্যাপী রেলবাজার, দৌলাতদিয়াড় ও ভিমরুল্লাহ চুয়াডাঙ্গা জেলা কারাগারের পাশের অবৈধ স্থাপনা ভাঙ্গার কাজ চলে। তিনি জানান, ইতোপূর্বে মাইকিং, নোটিশ ও সার্ভেয়ার দিয়ে এ সব
স্থাপনার মালিকদের সতর্ক করা হয়।
স্বাআলো/এসএস
.
