ডিসেম্বরে ৪র্থ বিয়ে করার ঘোষণা দিলেন আদম তমিজী হক

ফেসবুক লাইভে এসে দলীয় শৃঙ্খলা বিরোধী কথাবার্তা ও বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে দেশে আলোচনার তুঙ্গে রয়েছেন আলোচিত ও সমালোচিত হক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সদস্য ব্যবসায়ী আদম তমিজী হক। এবার ডিসেম্বরে সৌদিতে ৪র্থ বিয়ে করার ঘোষণা দেন তিনি। যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে আদম তমিজী হক লিখেন, ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আমি সময়মতো সৌদিতে তার (৪র্থ স্ত্রী) জন্য বাড়ি বানাতে পারি তাহলে আগামী ডিসেম্বরেই আমি ৪র্থ বিয়ে করবো। সবাইকে দাওয়াত। সৌদিতে বিয়ে করাই সর্বোত্তম।

আদম তমিজী হকের বর্তমানে তিন স্ত্রী রয়েছে। তার স্ত্রীরা হলেন- লিজা হক, সাইরা হক ও নুসরাত হক। আদম তমিজী হক তিন স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে বর্তমানে সবাই সৌদিতে অবস্থান করছে।

আদম তমিজী হকের এক ফেসবুক পোস্টে জানা যায় তিনি আরেকটি বিয়ে করেছিলেন তার নাম ছিলো জোছনা। তবে সে বিয়ে টিকেনি কারণ তাদের ডিভোর্স হয়ে যায়।

উল্লেখ্য, আদম তমিজী হক গত তিন দিন ধরে একের পর ফেসবুক পোস্ট, লাইভ ও ভিডিও নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

আদম তমিজী হক ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা এবং মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এ সংগঠন দেশের বিভিন্ন অঞ্চলে আর্থ-সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

স্বাআলো/এস

.

Author
ঢাকা অফিস