খুলনায় তরুণীকে গণধর্ষণ, আসামিদের গ্রেফতারে চলছে কঠোর অভিযান

খুলনার দৌলতপুরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ আরো ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। আসামিদের গ্রেফতারে পুলিশের কঠোর অভিযান চলছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, ভুক্তভোগী দৌলতপুরের কেশবলাল সড়কের বাসিন্দা। তার ভাড়া বাড়িতে ১৩ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনা ঘটলেও আতঙ্কে ভুক্তভোগী বিষয়টি গোপন রাখেন। সোমবার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ভুক্তভোগী লিখিত এজাহার দিলে মামলাটি গ্ৰহণ করা হয়। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের কঠোর অভিযান চলছে।

স্বাআলো/এসএ

.

Author
খুলনা ব্যুরো