একযোগে ২২০ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুই দিনে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর পদায়নকৃত স্থানে যোগ দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
এনবিআর সূত্র থেকে জানা যায়- সততা, দক্ষতা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা এবং অতীতের কর্মস্থল বিবেচনা করে প্রতিবছর বাজেট ঘোষণার পরপরই কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে শুরু করে কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের বদলি করা হয়। সাধারণত সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের একইস্থানে দুই বছরের বেশি রাখা হয় না।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩ শাখার দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে শুল্ক ও ভ্যাটের ১১৭ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়।
অপরদিকে মঙ্গলবার রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩ শাখা থেকে দ্বিতীয় সচিব মাসুদ রানার সই করা অপর প্রজ্ঞাপনে ১০৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি এবং নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়।
স্বাআলো/এস
.
