বাগেরহাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে চিহ্নিত ইয়াবা বিক্রেতা রবিউল ইসলাম হাওলাদারকে (২০) হাতে-নাতে গ্রেফতার করেছে পুলিশ। তার নিকট থেকে ১ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার মাদক বিক্রেতা রবিউল উপজেলার ডালিপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, রবিউলসহ স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এলাকায় ও এলাকার বাইরে ইয়াবা বেচা-কেনা করে আসছে। মোড়েলগঞ্জ থানার একজন বিতর্কিত এসআইয়ের শেল্টারে ওই এলাকায় মাদক বিক্রেতারা সক্রিয় রয়েছে। তাই স্থানীয়রা থানা পুলিশ কে না জনিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে ইয়াবার একটি চালান এসে বলে জানায়।

বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আকতার জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমানের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় রবিউলকে ১ হাজার ১৫০ পিস ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিউলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে।

স্বাআলো/এসএ

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি