নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ্ আলম সদ্দার।
বিশেষ অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ড. নুরুল আমীন, বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ্, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্বাআলো/এসএস
.
