যশোরে বজ্রপাতে প্রাণ গেলো যুবকের

যশোরে বজ্রপাতে আহাদুর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলার অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ধোপাদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহাদুর রহমান ধোপাদী গ্রামের মোড়লপাড়ার বাসিন্দা। তিনি মৎস্যঘের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে আহাদুর রহমানসহ ৩ জন শ্রমিক রেজাউল বিশ্বাসের মাছের ঘেরে কাজ করছিলেন। দুপুরে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে আহাদুর রহমান ঘের থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর এ ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/এসএ