বাগেরহাট সুপার অয়েল মিশিয়ে ভেজাল নারিকেল তেল তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট পৌর শহরে আবারো সুপার (পাম অয়েল) মিশিয়ে ভেজাল নারিকেল তেল তৈরি, এবং বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাত করার অপরাধে নাসির উদ্দিন বালি নামের একজন অসাধু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)) দুপুরে শহরের নাগেরবাজার কলবাড়ি এলাকার মিম এন্টারপ্রাইজ নামের ওই কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনা করে।

অধিদফতরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। এসময় বিভিন্ন ব্রান্ডের মোড়ক প্রকাশ্য জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। হাতে-নাতে ধরা পড়ায় অভিযুক্ত ব্যবসায়ী স্বেচ্ছায় জরিমানার টাকা পরিশোধ করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল ইমরান বলেন, দীর্ঘ দিন ধরে এই ব্যবসায়ী বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার করে ভেজাল নারিকেল তেল বাজারজাত করছেন। মাত্র ৩২০ থেকে ৩৬০ টাকা কেজি দরে তিনি নারকেল তেল বিক্রি করতেন। কিন্তু নারকেলের তেলের উৎপাদন ব্যয় হিসেব করে দেখা যায়, প্রতি কেজির মূল্য দাঁড়ায় ৮০০ থেকে ১০০০ টাকা। এ বিষয়ে ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি নারিকেল তেলে ভেজাল মেশানোর বিষয় শিকার করেন।

স্বাআলো/এসএস