ভেস্তে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

ফাইল ছবি

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড। এরপরই বৃষ্টির হানায় খেলা আর মাঠে গড়ায়নি। রাত ৮টা ২৬ মিনিটে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

স্বাআলো/এসএ