আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে তাহলেও নির্বাচন হয়ে যাবে। তাদের জন্য কেউ নির্বাচন নিয়ে বসে থাকবে না। তারা সব সময় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাই তাদেরকে জনগণ আর বিশ্বাস করে না। বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও ছাড়া কিছু বোঝে না।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি সমন্বিত অফিসের হল রুমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ২০১৩-১৪ ও ২০১৫ সালে বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে। বিএনপি রোডমার্চ যদি শান্তিপূর্ণভাবে করে তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কোনো বাধা দেয়া হবে না। যদি তারা রোডমার্চের আড়ালে নাশকতা সৃষ্টি করে মানুষ হত্যার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।
তিনি আরো বলেন, দেশে সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার আহবান জানাই। যদি তারা অংশগ্রহণ নাও করে তবুও নির্বাচন হয়ে যাবে।
স্বাআলো/এসএস