ফের জাতীয় দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরাম

ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আসামের গৌহাটিতে প্রস্তুতি ম্যাচ দিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। সেখানেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন শ্রীরাম।

এর আগে ২০২২ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসাল্টেন্টের দায়িত্ব পালন করেন শ্রীরাম। এবারো একই দায়িত্ব পালন করবেন তিনি। বিশ্বকাপের শুরু থেকে থাকবেন পুরো আসর জুড়ে।

স্বাআলো/এসএস