বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলা বন্ধ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। আগেই ছিলো বৃষ্টির আশঙ্কা। অবশেষে আশঙ্কাই সত্যি হলো! বৃষ্টি হানা দেয়ায় বন্ধ হয়েছে খেলা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। নিউজিল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফিন অ্যালেন ও উইল ইয়ং।

শুরু থেকেই দেখেশুনে খেলছেন দুই কিউই ওপেনার। যার ফলে ব্ল্যাকক্যাপসদের স্কোরবোর্ডে রানের গতি কিছুটা ধীর ছিলো। এদিকে ইনিংসের পঞ্চম ওভারে বৃষ্টি নামে। যার ফলে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান।

স্বাআলো/এসএস