বরিশালের উজিরপুরে পুকুরে ডুবে রিয়াঙ্কা হালদার (৫) ও বাপ্পি বিশ্বাস (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তাল্লুক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াঙ্কা হালদার মুন্সির তাল্লুক গ্রামের সভারঞ্জন হালদারের ছেলে ও বাপ্পি বিশ্বাস একই এলাকার বিবেক বিশ্বাসের ছেলে।
উজিরপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) তৌহীদুজ্জামান বিষয়টি নিশ্চি করেন।
জানা গেছে, রিয়াঙ্কা হালদার ও বাপ্পি বিশ্বাস বুধবার বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। একপর্যায়ে তারা দুইজন নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের লোকজন ও স্বজনরা সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তল্লাশি চালান। সেখান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তৌহীদুজ্জামান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি দেয়া হয়েছে।
স্বাআলো/এসএস