বাগেরহাটে ইয়ুথ ফ্রেন্ডলি স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

কৈশোরে মনের যত্ন/ মনোসমাজের কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা বিষয়ে বাগেরহাট জেলা শহরের বহুমুখী কলেজিয়েট স্কুলে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ইয়ুথ ফ্রেন্ডলি স্কুল ক্যাম্পেইন কর্মসূচি করা হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থার ব্র্যাকের রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের আওতায় সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিলো স্কুলের ৬ষ্ট শ্রেণি থেকে ১০ম শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত বক্তব্য, চিত্রাংকন প্রতিযোগিতা, মনের কথা নিয়ে প্রশ্ন ও উত্তর পর্ব এবং শিক্ষক-শিক্ষিকাদের বিগত সভার কর্ম পরিকল্পনা নিয়ে দলীয় কাজ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মেহেদী হাসান।

বিদ্যালয়ের অধ্যক্ষ ফারহানা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সায়েদুর রহমান, যুব-উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী, দৈনিক সংবাদের রিপোর্টার আজাদুল হক, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ শেখ, সহকারী শিক্ষিকা ইতি রানী মজুমদার প্রমুখ।

বিদ্যালয় মিলনায়তনে অর্ধশতাধিক শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্টিত ক্যাম্পেইন আলোচনা সভায় প্রকল্পের জেলা ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন ও ইয়ুথ লিডার মল্লিক স্বদেশ রহমানের পরিচালনায় ইয়ুথ লিডার ইমন, ফাতেমা মুন, আফসানা ও নিশাত সার্বিক সহযোগিতা করেন।

স্বাআলো/এসএস