অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, যশোর-খুলনা-সাতক্ষীরা থেকে ৭ জন গ্রেফতার

খুলনার ডুমুরিয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে পাশাপাশি দুইটি ঘরে ঢুকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মাজেদুল সরদার (৩৪), রফিকুল ইসলাম শেখ (৪২), সাইদুল গাজী (২২), মোসলেম শেখ (৬০), আলমগীর মীর (২৫), সিদ্দিক শেখ (৩৫) ও সাইদুল গাজীর স্ত্রী মরিয়ম বেগম (২০)।

মরিয়ম বেগমের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়।

এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত লোহার শাবল, লোহার রড, রেঞ্জ, মোবাইল এবং লুণ্ঠিত সোনা বিক্রির টাকাসহ সোনার আংটি ও পাঁচটি হাতের বালা উদ্ধার করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান।

গত ২২ সেপ্টেম্বর মধ্যরাতে ডুমুরিয়া বরাতিয়া গ্রামে অস্ত্রের ভয় দেখিয়ে পাশাপাশি দুইটি ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করে ডাকাত দলের সদস্যরা।

এসপি বলেন, ডাকাতদলের সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে বরাতিয়া গ্রামের রায়হান সরদার ও সাবাজুল মোল্লার ঘরে ঢুকে মালামাল লুট করে। এ ঘটনায় জড়িত ১০/১২ জনের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

স্বাআলো/এসএ