প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পাঠদান পদ্ধতি, নিয়মশৃঙ্খলা, শিক্ষার মান, শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলাবোধের বিষয়ে তদারকি শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তার সাথে ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় শিশু সমাবেশে জাতীয় সংগীত, শপথ, নৈতিক শিক্ষা, শুদ্ধতার সাথে বাংলা বলা, ইংরেজি ভাষা চর্চা, শিশুশ্রম, বাল্যবিয়ে ও সুশিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। পরে তিনি শিক্ষকদেরকে এসব বিষয়ে অধিক সচেতন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিক্ষিত জাতির মূল ভিত্তি। তাই, আধুনিক শিক্ষা, সুশিক্ষা, নৈতিক শিক্ষা ও শিশু সুরক্ষার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।
স্বাআলো/এসএস