নড়াইলে প্রশিক্ষণ শেষে সনদপত্র পেলেন ২৯ উদ্যোক্তা

নড়াইলে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নড়াইল জেলা কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৯ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন (বিসিক) নড়াইলের উপ-ব্যাবস্থাপক প্রকৌশলী সোলায়মান হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) রাকিবুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এসএ