যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহজাহান গ্রেফতার

যশোরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান আলীকে (৩৪) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শার্শা উপজেলার রেললাইন পাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক শাহজাহান আলী একই এলাকার সবুজ মিয়ার ছেলে।

যশোর র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, যশোরের বহুল আলোচিত মাদক ব্যবসায়ী শাহজাহান। ২০১৭ সালের ৩০ নভেম্বর ১ কেজি হিরোইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। মাদক মামলায় শাহজাহান আলীর বিরুদ্ধে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস আদেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে তাকে আটক করা হয়। আটক শাহজাহানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এসএ