বাগেরহাটে পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ পূজা উযযাপন পরিষদের বাগেরহাট জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রিয় কমিটি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পূজা উযযাপন পরিষদ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিলয় কুমার ভদ্রকে সভাপতি ও মধুসুধন দামকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটিতে সাতজন সহ-সভাপতি হলেন- অম্বরিষ রায়. রবীন্দ্র নাথ বিশ্বাস, বাবুল সরদার, অবনিশ চক্রবর্ত্তী সোনা, সুভাষ চন্দ্র দাস, তাপস কুমার সাহা ও উৎপল কুমার মন্ডল।

আর যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন লিটন সরকার, সঞ্জয় বকসী ও অচীন কুমার দাসসহ কোষাধ্যক্ষ মিহির দাস. সহ-কোষাধ্যক্ষ স্বপন সাহা, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার দাস, সহ-সাংগঠনিক সম্পাদক সুকান্ত কুমার বকসী, দফতর সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার সাহা, সহ-দফতর সম্পাদক অসীম সরকার, প্রচার সম্পাদক নিভাষ বিশ্বাস, সহ-প্রচার সঞ্জয় দে আপু, গ্রহন্তনা ও প্রকাশনা সম্পাদক অরবিন্দু সাহা, সহ প্রকাশনা সম্পাদক ব্রজেন সাহা, শিক্ষা ও গবেষনা সম্পাদক রাহুল দেব মন্ডল, সহ গবেষনা সম্পাদক কমল কৃষ্ণ দাস, সাংস্কৃতিক সম্পাদক সুনয়না রায়, সহ- সাংস্কৃতিক সম্পাদক কাবেরী হালদার, মহিলা সম্পাদক জোৎস্না দেবনাথ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জগৎ জীবন বসু, লিটন দাস লিটুকে পূজা বিষয়ক সম্পাদক ও বিশ নাথ গৌতম বাবুকে কার্য্যনির্বাহী সদস্যসহ মোট ৮১ সদস্যের কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জে.এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার।

স্বাআলো/এসএস