মাগুরায় বিসিএস শিক্ষা ক্যাডারের সংবাদ সম্মেলন

মাগুরায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনসহ পেশাগত সুযোগ-সুবিধার দাবিতে মাগুরায় সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মাগুরা জেলা শাখা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে প্রফেসর মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান, লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সাঈদ মোল্লা।

বক্তারা অবিলম্বে শিক্ষা ক্যাডারের সকল প্রকার বৈষম্য বিলোপ পদোন্নতি বঞ্চনা, স্কেল প্রাপ্তিতে সংকট নিরসনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

স্বাআলো/এসএস