বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রাসেল খান (২৭) নামের একজন করাতকল শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

মৃত শ্রমিক রাসেল উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের সোবহান খানের ছেলে। তিনি আমড়াগাছিয়া গ্রামের ফজলুল হক মাস্টারের স-মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স-মিলে কাজ করা অবস্থায় জ্বর জ্বর অনুভব করেন রাসেল। রাতে প্রচণ্ড জ্বর ও গা ব্যাথা শুরু হয়। রবিবার সকালে স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। এরপরও জ্বর না কমায় সোমবার সকালে উপজেলা সদরের একটি ক্লিনিকে নিয়ে পরীক্ষা করানো হলে ডেঙ্গু শনাক্ত হয়।

এ অবস্থায় মঙ্গলবার সকালে খুলনার উদ্দেশ্যে নেয়ার পথেই সে মারা যায়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে রাসেল খান নামে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছেন। তবে তাকে হাসপাতালে আনা হয়নি। সময় মতো হাসপাতালে এনে সঠিক চিকিৎসা করালে হয়তো এমন হতো না।

তিনি আরো বলেন, বর্তমানে শরণখোলা উপজেলার সর্বত্রই ডেঙ্গু আক্তান্তের সংখ্যা বাড়ছে। চলতি মাসে হাসপাতালের পরীক্ষায় প্রায় দেড়শো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে পাঁচজন পুরুষ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাআলো/এস