বিএনপির রোডমার্চ: মহাসড়কে যানজট, চরম ভোগান্তিতে মানুষ

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির রোডমার্চ কর্মসূচি শুরু হয়েছে। খুলনা অভিমুখে এ রোডমার্চ ঝিনাইদহ থেকে সকাল ১০টায় শুরু হয়। এর আগে ঝিনাইদহ বাস টার্মিনালে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

যার ফলে বাস টার্মিনালের যশোর-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও সাধারণ মানুষের।

পথচারীরা জানান, চার রাস্তার প্রবেশ পথ ঝিনাইদহ বাস টার্মিনাল। বিএনপির রোডমার্চ উপলক্ষে এখানে নেতাকর্মী জড়ো হওয়ায় মহাসড়কে যাত্রীবাহী বাসসহ যানবাহন চলাচলে ভোগান্তি বেড়েছে।

ঝিনাইদহ-মাগুরা-যশোর-খুলনা হচ্ছে এ রোডমার্চের রুট। ঝিনাইদহ ৬ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতারা কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার সব ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হয়েছে। বিএনপির দেয়া সময় অনুযায়ী সমাবেশ শেষ না হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। সমাবেশ দীর্ঘায়িত হলে যানজট বাড়তে পারে।

স্বাআলো/এস