পটুয়াখালী জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুম বাস্তবায়ন উপলক্ষে জেলা টাস্ক ফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের দরবার হলে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, শের-ই বাংলা নৌঘাঁটির লেফটেন্যান্ট আবুল হাসেম, র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার এখলাছুর রহমান, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, বিআর ডিবি উপপরিচালক হাসানুল হক মোল্লা, জেলা কমান্ডারের উপপরিচালক আবু মোলায়মান, জেলা প্রাণী সম্পদ অফিসার ডা: জামাল উদ্দিন, জেলা এাণ ও পুর্নবাসন অফিসার সুমন চন্দ্র দেবনাথ, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি খন্দকার মিজানুর রহমানসহ সকল উপজেলার মৎস্য কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস