চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কেটে সুচয়ন বিশ্বাস (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
এর আগে বিকেল ৩টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেটের অদূরে ওরশতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুচয়ন বিশ্বাস একই গ্রামের ডাবলু বিশ্বাসের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে পরিবারের সদস্যদের ওপর অভিমান করেন সুচয়ন বিশ্বাস। পরে উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেটের অদূরে ওরশতলা নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা রকেট মেইল ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
ওসি আরো জানান, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাআলো/এস