ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ভূমি কর্মকর্তার

ফাইল ছবি

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনাজপুর শহরের এসিয়া ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মিজানুর রহমান। তিনি দিনাজপুরের কোতোয়ালি থানার সুইহারী এলাকার বাসিন্দা। এবং বিরল উপজেলায় ১০ নং রাণীপুকুর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) হিসেবে চাকরি করতেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ জানান, মঙ্গলবার দিনাজপুর শহর থেকে বিরলে তার অফিস আসার পথে এসিয়া ফিলিং ষ্টেশনের সামনে ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলচালক রাস্তায় পড়ে গেলে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি চিকিৎসকরা তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে রেফার্ড করে দেন। সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনসহ তার সহকর্মীরা শোকাহত ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

স্বাআলো/এসএস