চুয়াডাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গায় গাছের ডাল পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ২ জন হতাহত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উথলী ইউনিয়নের মোল্লাবাড়িতে সড়কের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত মাহফুজুর রহমান (১৭) চুয়াডাঙ্গা দর্শনা পৌর এলাকার রামনগর এলাকার হাসিবুল ইসলামের ছেলে।

আহত মাহমুদুল হাসান নয়ন (১৭) ওই একই এলাকার জিনারুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান জানান, হতাহত মাহফুজুর রহমান ও মাহমুদুল হাসান নয়ন পরস্পর বন্ধু। এরা দুইজন ওই সময় সন্তোষপুর থেকে দর্শনার দিকে ফিরছিলো।

এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের ডাল হেলে পড়েছিলো। সেটাকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনা থেকে জীবননগরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মকভাবে আহত হয় দুইজন।

স্থানীয়দের সহযোগিতায় আহত দুইজন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।

সদর হাসপাতালের চিকিৎসক আহত মাহফুজুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ছাড়পত্র দেয়। তাকে নিয়ে যাওয়ার সময় এদিন দুপুরে পথে সে মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মাআরিজ জানান, আহত মাহমুদুল হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ হতাহতের ঘটনায় মোটরসাইকেল চালকের ত্রুটি থাকায় তাদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি।

স্বাআলো/এস