শুরু থেকে বিশ্বকাপ দলের পরিকল্পনায় ছিলেন তামিম ইকবাল। কিন্তু বিশ্ব আসরের জন্য দেশ ছাড়ার একদিন আগেই হঠাৎ বাদ পড়লেন সদ্য সাবেক অধিনায়ক। বিষয়টি নিয়ে সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি জানিয়েছেন, মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দল ঘোষণার পর গণমাধ্যমকে নান্নু বলেন, তামিম ইকবালের কিন্তু অনেকদিন ধরে ইনজুরি সমস্যা। আমরা সবাই জানি, সে ইনজুরি নিয়ে লড়াই করছিলো। নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেসটা ফিরে পেয়েছে। প্রথম ম্যাচ খেলার পর আবার সমস্যা দেখা দিয়েছে। সবকিছু মিলিয়ে ওর যে ইনজুরি সমস্যা, সেটা বিবেচনায় তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করা হয়েছিলো। আমরা সব আলোচনা করে, ঝুঁকিতে যেতে পারি নাই। কারণ বিশ্বকাপ অনেক দিনের ব্যাপার। অনেকগুলো ম্যাচ আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। সুতরাং এ সমস্ত জিনিস চিন্তা করেই ওকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।
আরো আসছে…
স্বাআলো/এসএস