খুলনায় তরুণীকে ধর্ষণ করলো অ্যাম্বুলেন্স চালক

খুলনায় পূর্ব সর্ম্পকের জের ধরে এক তরুণী (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা বিশ্বাস ক্লিনিকের পাশে আতিয়ারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক শরীফ (২২) ছোট বয়রা আব্দুল গফফারের ছেলে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, শরীফ নিজের আম্মার অসুস্থতার কথা বলে ফোন করে মেয়েটিকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ভাড়া বাসায় নিয়ে গিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। সে হুমকি দিয়ে বলে যে তোর কাছে কোনো প্রমাণ নেই তুই কিভাবে প্রমাণ করবি। পরবর্তীতে বাসায় ফিরে মেয়েটি তার মাকে ঘটনার বিস্তারিত খুলে বলে। পরে মেয়েটির মা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গাইনি ওয়াডে ভর্তি করেন। বর্তমানে গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ছেলেটি এর আগেও একাধিকবার মেয়েটির সাথে শারীরিক মেলামেশা করে বলে অভিযোগ রয়েছে। মেয়েটি ওসিসিতে পাঠানো হয়েছে।

সোনাডাঙ্গার ওসি মোমতাজুল হক বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস