প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাগুরায় খাবার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মাগুরায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জেলা মৎস্যজীবী লীগ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জামরুল তলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি দাউদ জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আবদুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান রানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সজল, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সোহরাব হোসেন সবুজ, পৌর যুবলীগ নেতা মীর রাশেদুল ইসলাম সুমন প্রমুখ।

স্বাআলো/এসএস