যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবাগত ওসির সঙ্গে এই মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্ল্যা, আওয়ামী লীগ নেতা বাবলু, মিজানুর রহমান, মুরাদ হোসেন, কচুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইশারত ও যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম বিপুল, যশোর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক কোতয়ালি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আইনের বাইরে কোন কিছু করা হবেনা। অন্যায়, বিশৃংখলা ও সমাজের জন্য ক্ষতিকর কোন কিছুই প্রশ্রয় দেওয়া হবে না। মানুষকে ভালো রাখতে হলে আইনের সঠিক প্রয়োগের বিকল্প নেই। আইনের কাছে প্রত্যেকটি নাগরিকই সমান। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
স্বাআলো/এসএ