ঝিনাইদহের মহেশপুরে ঢাকাগামী সোনালী পরিবহন ও ট্রাক্টরের মুখোমুখি সংংঘর্ষে একজন নিহত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবুল হাসেম (৩৫)। তিনি মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নের কাঠালবাগান পাড়ার সামছুল ইসলামের ছেলে।
কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় নেপা বাজার থেকে ঢাকাগামী সোনালী পরিবহনের বাসটি ছেড়ে যায়। পথে মধ্যে জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে পৌঁছালে জিন্নাহনগর থেকে আসা ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে আবুল হাসেম নিহত হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে ঘটনা স্থালে।
স্বাআলো/এসএস