বন্ধ হয়ে গেলো সেলিব্রেটি ক্রিকেট লিগ

এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে গেলো সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে বসে আট দলের টুর্নামেন্টটি। শনিবার (৩০ সেপ্টেম্বর) টুর্নামেন্টটির সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিলো।

গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন দুই দলের সতীর্থদের মারামারি ও হাতাহাতির ঘটনায় সাময়িক স্থগিত করা হয়েছে শোবিজ তারকাদের টুর্নামেন্টটি।

শনিবার সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টটি স্থগিত হওয়ার কথা জানায় সিসিএল আয়োজক কমিটি।

তারা বলেন, গতকালের ঘটনায় অনেকেই আহত হয়েছে যাদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। তাছাড়া যে দলগুলো রয়েছে তাদের অনেকেই এখন খেলতে অসম্মতি জানাচ্ছেন। যে কারণে সাময়িকভাবে খেলা স্থগিত থাকবে।

আয়োজক কমিটি আরো বলেন, পুরো টুর্নামেন্ট আবার নতুন করে শুরু হবে কি না বা যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে-এসব বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে।

স্বাআলো/এসএস